হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতকৃত ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ হেবি রিপিয়ারিং (সিএইচআর) শপে বগি দুটি মেরামত শেষে ট্র্যাফিক বিভাগের হস্তান্তরের সময় এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বগি দুটির মধ্যে একটি প্রথম শ্রেণির ও অপরটি শোভন চেয়ার কোচ। 

আজ বুধবার বিকেল ৩টার দিকে রেলওয়ে কারখানা থেকে পার্বতীপুর যাওয়ার পথে সৈয়দপুর স্টেশনের দক্ষিণ প্রান্তে ইয়ার্ড লাইন থেকে কোচ দুটি লাইনচ্যুত হয়।

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহ প্রকৌশলী সুলতান মৃধা আজকের পত্রিকাকে জানান, ভারী বর্ষণের কারণে স্টেশনের মিটারগেজ ইয়ার্ড লাইনটি চলাচলের অনুপযোগী ছিল। ইঞ্জিনসহ তিনটি বগি নিয়ে ওই রেলপথে যাওয়ার সময় মাঝখানের শোভন চেয়ার ও প্রথম শ্রেণির দুটি বগি লাইনচ্যুত হয়েছে। বগি দুটি উদ্ধারে পার্বতীপুর থেকে উদ্ধারকারী হাইড্রোলিক টুল ভ্যান এসে উদ্ধার করা হবে বলে জানান তিনি। 

সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ হেবি রিপিয়ারিং শপের ইনচার্জ প্রকৌশলী মো. সোহেল রানা আজকের পত্রিকাকে জানান, এই শপে শ্রমিকেরা বগি তিনটি মেরামত করে চলাচলের উপযোগী করে গড়ে তুলেছেন। অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য এসব বগি ঈদে বিশেষ ট্রেনে ও বিভিন্ন মিটারগেজ লাইনে চলাচলকারী ট্রেনের সঙ্গে সংযোগ করা হবে। আজ বুধবার বিকেলে রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে বগি তিনটি হস্তান্তর করার লক্ষ্যে পার্বতীপুরে পাঠানো হচ্ছিল বলে জানান তিনি।

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট

নীলফামারীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

শ্রমিক নেতাকে মারধর, রংপুর-নীলফামারী বাস চলাচল বন্ধ

লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস, ভাইভায় ধরা খেলেন দুই পরীক্ষার্থী