হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতকৃত ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ হেবি রিপিয়ারিং (সিএইচআর) শপে বগি দুটি মেরামত শেষে ট্র্যাফিক বিভাগের হস্তান্তরের সময় এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বগি দুটির মধ্যে একটি প্রথম শ্রেণির ও অপরটি শোভন চেয়ার কোচ। 

আজ বুধবার বিকেল ৩টার দিকে রেলওয়ে কারখানা থেকে পার্বতীপুর যাওয়ার পথে সৈয়দপুর স্টেশনের দক্ষিণ প্রান্তে ইয়ার্ড লাইন থেকে কোচ দুটি লাইনচ্যুত হয়।

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহ প্রকৌশলী সুলতান মৃধা আজকের পত্রিকাকে জানান, ভারী বর্ষণের কারণে স্টেশনের মিটারগেজ ইয়ার্ড লাইনটি চলাচলের অনুপযোগী ছিল। ইঞ্জিনসহ তিনটি বগি নিয়ে ওই রেলপথে যাওয়ার সময় মাঝখানের শোভন চেয়ার ও প্রথম শ্রেণির দুটি বগি লাইনচ্যুত হয়েছে। বগি দুটি উদ্ধারে পার্বতীপুর থেকে উদ্ধারকারী হাইড্রোলিক টুল ভ্যান এসে উদ্ধার করা হবে বলে জানান তিনি। 

সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ হেবি রিপিয়ারিং শপের ইনচার্জ প্রকৌশলী মো. সোহেল রানা আজকের পত্রিকাকে জানান, এই শপে শ্রমিকেরা বগি তিনটি মেরামত করে চলাচলের উপযোগী করে গড়ে তুলেছেন। অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য এসব বগি ঈদে বিশেষ ট্রেনে ও বিভিন্ন মিটারগেজ লাইনে চলাচলকারী ট্রেনের সঙ্গে সংযোগ করা হবে। আজ বুধবার বিকেলে রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে বগি তিনটি হস্তান্তর করার লক্ষ্যে পার্বতীপুরে পাঠানো হচ্ছিল বলে জানান তিনি।

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা