হোম > সারা দেশ > নীলফামারী

তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমা ছুঁইছুঁই, দুর্ভোগে শতাধিক পরিবার

নীলফামারী প্রতিনিধি

ঢল ও ভারী বৃষ্টিতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়েছে। আজ রোববার সকাল ৯টায় এই পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার চরাঞ্চল ও নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বসবাসকারী দুই সহস্রাধিক মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে ফসলের খেত। 

গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এই পয়েন্টের বিপৎসীমা হলো ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। নদীতে পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে বলে জানায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। 

ডিমলার ছোট খাতা চরের মনোয়ার হোসেন বলেন, গতকাল দুপুরে বাড়ির উঠানে পানি প্রবেশ করেছে। আজ রোববার সকালে বাড়ি ছেড়ে তিস্তার বাঁধে আশ্রয় নিয়েছি। তবে চরের শাকসবজি ও ধানের খেত পানিতে তলিয়ে গেছে। 

ডিমলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণ খড়িবাড়ী, পূর্ব খড়িবাড়ী, তিস্তা বাজার, টাকুর চর এলাকায় পানি ঢুকেছে। দুই সহস্রাধিক মানুষ পানিবন্দী আছে। পানি বাড়ার কারণে চরাঞ্চলের ফসল পানিতে ডুবে গেছে। অনেক চরবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।’ তবে সকাল ১০টার পর থেকে পানি কমেছে বলে জানান তিনি। 

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া শাখার উপপ্রকৌশলী মোহাম্মদ রাশেদীন আজকের পত্রিকাকে বলেন, পানি বাড়ার বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে চরাঞ্চলে পানিবন্দী মানুষকে সরিয়ে নিতে বা ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন