নীলফামারীর সৈয়দপুরে গোয়ালঘরের তালা কেটে এক কৃষকের পাঁচ গরু চুরি করে নিয়ে গেছে চোর। আয়ের অবলম্বন গরুগুলোকে হারিয়ে আহাজারি করছেন কৃষক আতা শাহ ভোলা। গতকাল মঙ্গলবার রাতে বোতলাগাড়ী ইউনিয়নের পশ্চিম বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গরুগুলোর বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে দাবি করেন ওই কৃষক।
আতা শাহ ভোলা বলেন, প্রতিদিনের মতো ওই দিন সন্ধ্যায় তিনি তাঁর গোয়ালঘরে গরুগুলোকে খাবার দিয়ে আসেন। গোয়ালঘরের দরজায় তালা দিয়ে নিজের ঘরে এসে ঘুমিয়ে যান তিনি। ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন দরজায় তালা কাটা এবং গরুগুলো নেই। রাতের কোনো এক সময় চোরেরা গোয়ালঘরের দরজার তালা কেটে পাঁচটি গরু নিয়ে গেছে। হালকা বৃষ্টি থাকায় চুরির সময় কোনো শব্দ বুঝতে পারেননি তিনি। তিনি আরও বলেন, বাড়ির বাইরে রাস্তায় পিক-আপের চাকার দাগ দেখা গেছে। গরুগুলো চুরি করে পিক-আপে করে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করছেন তিনি।
ওই এলাকার ইউপি সদস্য মো. মহির উদ্দিন চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোরবানি ঈদের আগে গরু চুরির ঘটনা বেড়েছে। কয়েক দিন আগেও এ এলাকায় গরু চুরির ঘটনা ঘটে। গতকালের ঘটনায় গরু পালনকারী কৃষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, ‘গরু চুরির কোনো তথ্য জানা নেই। এ-সংক্রান্ত কোনো অভিযোগও পাইনি। তবে এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।’ লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে বলে জানান তিনি।