হোম > সারা দেশ > নীলফামারী

ডিমলায় এক দিনে দুজনের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ডিমলা (নীলফামারী)

নীলফামারীর ডিমলায় একই দিনে দুজনের মরদেহ উদ্ধার করেছে ডিমলা থানা-পুলিশ। নিহতের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। সোমবার দুপুরে পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনী বাজার ও মাস্টারপাড়া এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই এলাকার নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় নব বধূ রুমানা বেগমের (২০)। ৭ মাস আগে ওই এলাকার আব্দুল মতিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। 

এ ছাড়া কলোনী বাজার টাওয়ার এলাকার নিজ বাড়ি থেকে শাহ কামাল (২৮) নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আমিন ফকিরের ছেলে। তাঁর দুই সন্তান আছে। 

পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, মেয়েটি ৫ নম্বর ওয়ার্ডের এবং ছেলেটি ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আত্মহত্যার ঘটনা প্রকাশ হলে ডিমলায় থানায় জানানো হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশ গ্রহণ করছে। 

ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে নীলফামারী জেনারেল হাসপাতাল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। 

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন