হোম > সারা দেশ > নীলফামারী

হেঁটে বিশ্বভ্রমণে বের হওয়া নেপালি যুবক এখন নীলফামারীতে

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

হেঁটে বিশ্বভ্রমণে বের হওয়া ২৭ বছর বয়সী নেপালি যুবক ‘ইঃ’ নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন। ইঃ এর বাড়ি নেপালের রাজধানী কাঠমান্ডুর থাপাথালি এলাকার। ভারত, শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টের পথে পায়ে হেঁটে রওনা দেন এই যুবক। পাহাড়, নদী, মহাসড়ক, রাজপথ, উঁচু-নিচু মেঠো পথ পাড়ি দিয়ে জয়পুরহাট, দিনাজপুরের  হাকিমপুর, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর হয়ে সৈয়দপুরে পৌঁছান তিনি।

গতকাল রোববার রাত ৯টায় তিনি শহরের পাঁচমাথা মোড়ে পৌঁছালে নীলফামারী ট্রাফিক পুলিশের কর্মরত সৈয়দপুর ট্রাফিক ইন্সপেক্টর নাহিদ পারভেজ চৌধুরী, স্থানীয় সাংবাদিক ও ট্রাফিক পুলিশের সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন। ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা নিজ উদ্যোগে মি. ‘ইঃ’কে শহরের ইকু হোটেল এন্ড রেস্টুরেন্টে থাকার ব্যবস্থা করেন।

আজ সোমবার সকাল ৭টায় নীলফামারীর দিকে রওনা দেন। সেখানে রাতে থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এর আগে রাতে ওই হোটেল ও রেস্টুরেন্টে ইঃ’র সঙ্গে কথা হয়।

ইঃ বলেন, ‘বাংলাদেশে পথে পথে সবুজ শস্যখেতে, মেঠো পথ, ছায়াঘেরা গ্রাম সত্যই মনোমুগ্ধকর। বাঙালিরা খুব সাদাসিধে। বাঙালির আতিথেয়তায় আমি মুগ্ধ। সৈয়দপুরে উপজেলা আমি ঘুরে দেখেছি। এখানকার জীবনযাপন, বাঙালি অবাঙালির মিশ্র সংস্কৃতি আকর্ষণীয়। বিশেষ করে এখানকার মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে।’

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা