নীলফামারীর ডোমারে মেঘনা রানী (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় স্বামী নির্মল চন্দ্র রায়কে (৩৫) আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
নির্মলকে আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী। তিনি বলেন, ‘গৃহবধূর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। মামলা করার ও আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
নির্মলের বাড়ি ডোমার উপজেলার আঠিয়াবাড়ি মাস্টারপাড়া এলাকায়।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি মাহমুদ জানান, ১৫ বছর আগে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের সচিন চন্দ্র রায়ের মেয়ে মেঘনার সঙ্গে নির্মলের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে আজ সকাল ৭টার দিকে নির্মল ঘরের মেঝেতে মেঘনার গলা চেপে ধরেন। এতে মেঘনার শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়।
ঘটনার পর মেঘনার লাশ কম্বল দিয়ে ঢেকে পালিয়ে যান নির্মল। স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানান। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ সকাল ১০টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের বুড়িরহাট থেকে তাঁকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায় বলে জানান ওসি মাহমুদ।