হোম > সারা দেশ > নীলফামারী

বুলেট-ছোরাসহ ভুয়া সমন্বয়ক গ্রেপ্তার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

অস্ত্রসহ গ্রেপ্তার মাহফুজার রহমান। ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে মাহফুজার রহমান (৩৬) নামের এক ভুয়া সমন্বয়ককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের রাজীব এলাকার তিস্তা সেচ ক্যানেল থেকে তাঁকে আটক করা হয়।

মাহফুজার রহমান কেশবা মওলানাপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি বিভিন্ন জায়গায় নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন।

থানা–পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যানেলের রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর পকেট থেকে একটি রাইফেলের বুলেট ও একটি দেশীয় অস্ত্র ছোরা উদ্ধার করা হয়।

এ বিষয়ে দ্য রেড জুলাইয়ের আহ্বায়ক মোতালেব হোসেন বলেন, ‘মাহফুজার রহমান নামের উপজেলায় কোনো ছাত্র সমন্বয়ক নেই। তা ছাড়া আমি যতটুকু জানি, সমন্বয়ক পরিচয়ে যিনি গ্রেপ্তার হয়েছেন, তাঁর কোনো ছাত্রত্বও নেই। কেউ যদি সমন্বয়ক পরিচয়ে কোনো অপকর্ম করে, এর দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা দ্য রেড জুলাই নেবে না।’

কিশোরগঞ্জ থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহফুজার রহমান নামের একজনকে রাইফেলের একটি পুরোনো বুলেট, একটি দেশীয় অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে এ বিষয়ে মামলা করে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট