হোম > সারা দেশ > নীলফামারী

আমন ধানের খেতে গোড়া পচা রোগ, দিশেহারা কৃষকেরা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে আমন ধানের খেতে খোল পচা বা গোড়া পচা রোগ দেখা দিয়েছে। ধানের গোছায় এ রোগের আক্রমণে শুকিয়ে যাচ্ছে গাছ। এতে ধান গাছ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা। 

এ বিষয়ে সৈয়দপুরের বাঙালিপুর ইউনিয়নের কৃষক আমিনুর রহমান বলেন, আমার প্রায় দেড় বিঘা ধানের খেতে গোড়া পচা রোগে গাছ শুকিয়ে গেছে। প্রথমে দু’একটি ধানের গোড়ায় পচন দেখা দেয়। পরে একের পর এক জমির বাকি ধান গাছের গোড়ায়ও এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। 

নীলফামারীর সোনারায় ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম বলেন, কৃষি বিভাগের পরামর্শে ধান খেতে ওষুধ প্রয়োগ করে আমন ধানের গোড়ালি পচার সমস্যা কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। কিন্তু রোগটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। 

কিশোরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তুষার কান্তি বলেন, এ বছর বৃষ্টি কম হওয়ায় ও সময়মতো আগাছা পরিষ্কার না করায় আমন খেতে এ রোগ দেখা দেয়। তা ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে দিনে গরম ও রাতে ঠান্ডা পড়ায় এ রোগের প্রাদুর্ভাব বেড়েছে। তবে কৃষি বিভাগের পরামর্শে ওষুধ প্রয়োগ করে এ রোগ থেকে খেত রক্ষা করছেন কৃষকেরা। 
 
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম বলেন, আমন খেতে রোগের আক্রমণের বিষয়টি আমি জানি না। খোল পচা বা গোড়া পচা রোগের কারণে খেতের ফসলে এমন লক্ষণ দেখা দেয়। তবে আমন ধান কোন রোগে আক্রান্ত হয়েছে তা জেনে কৃষকদের ওষুধের পরামর্শ দেওয়া হয়। মাঠপর্যায়ে তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলব।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন