হোম > সারা দেশ > রংপুর

নাশকতার মামলায় ডোমার জামায়াত-শিবিরের ২৮ নেতা-কর্মী কারাগারে

প্রতিনিধি, ডোমার (নীলফামারী) 

নাশকতার মামলায় নীলফামারীর ডোমার উপজেলা জামায়াত-শিবিরের ২৮ নেতা–কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে সংগঠনটির ৩০ নেতা-কর্মী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে বিচারক দু’জনের জামিন মঞ্জুর করে ২৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিকেলে ওই ২৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায়। 

আদালত সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল, সরকার বিরোধী কর্মকাণ্ডসহ সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের লক্ষ্যে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর বিকেলে ডোমার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বাজার সংলগ্ন হামিদের মোড় নামক স্থানে ডোমার উপজেলা জামায়াত-শিবিরের ৭০ থেকে ৮০ জন নেতা–কর্মীরা গোপন বৈঠককে বসে। এমন খবর পেয়ে ডোমার থানা-পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে জামায়াত কর্মী কামরুজ্জান ওরফে কামু (৩৮) ও ইয়াকুব আলীকে (৪৫) আটক করে। 

এ ঘটনায় ওই দিন রাতেই ডোমার থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ ৭০ থেকে ৮০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত/ ২০১৩) এর ৬ (২) এর ঈ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ওই বছরের ৮ ডিসেম্বর ৭৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। 

নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় জানান, মামলার ৭৯ জন আসামির মধ্যে ৩০ জন উচ্চ আদালত থেকে জামিন নিলেও ৪৯ পলাতক ছিলেন। এদের মধ্যে সোমবার ৩০ জন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার দুজনের জামিন মঞ্জুর করে বাকি ২৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন