হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

নীলফামারী প্রতিনিধি

প্রতীকী ছবি

নীলফামারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতেরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের শালহাটি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতেরা হলেন—জেলার সদর উপজেলার পূর্বসুটিপাড়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে মিলন ইসলাম (১৮) ও নীলফামারী শহরের সরকারপাড়ার আব্দুল আজিজের স্ত্রী লতা বানু (২৫)। ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টার দিকে উভয় দিক থেকে আসা দ্রুতগামী দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়ার পথে মিলন ইসলাম মৃত্যু হয়। পরবর্তীতে বাকি আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রংপুরে হাসপাতালে নেওয়ার পথে লতা বানু মারা যান।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় একজন নারী ও একজন পুরুষের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট

নীলফামারীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

শ্রমিক নেতাকে মারধর, রংপুর-নীলফামারী বাস চলাচল বন্ধ

লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস, ভাইভায় ধরা খেলেন দুই পরীক্ষার্থী

পলিনেট হাউসে কৃষিতে নতুন দিগন্ত, বছরে সোহেলের লাভ ১০ লাখ টাকা