হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ১৩ বছরের জেল

নীলফামারী প্রতিনিধি

প্রতীকী ছবি

নীলফামারীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের মামলায় রফিকুল ইসলাম (২২) নামের এক যুবকের ১৩ বছরের কারাদণ্ড হয়েছে। আজ বুধবার বিকেলে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জেলা ও দায়রা জজ এ বি এম গোলাম রসুল এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই মসজিদপাড়া গ্রামের আব্দুল সালামের ছেলে। ঘটনার সময় তাঁর বয়স ছিল প্রায় ১৬ বছর। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে তাঁর বিচারকার্য সম্পন্ন হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৯ সালের আগস্টে প্রতিবেশী এক স্কুলছাত্রীকে অপহরণ করে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন রফিকুল।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করান। সেই মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক রফিকুল ইসলামকে শিশু আইন ২০১৩-এর ৩৪ (১) ধারামতে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর ৭ ধারায় তিন বছর এবং একই আইনের ৯(১) ধারায় ১০ বছরসহ মোট ১৩ বছরের আটকাদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিশেষ পিপি গোলাম মোস্তফা সজীব।

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা