হোম > সারা দেশ > নীলফামারী

আ.লীগ ফিরে আসবে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য: সারজিস

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে পথসভায় সারজিস। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার সুযোগ নেই। তারা একটা কারণে আসবে, সেটা বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য।

আজ সোমবার (২৫ মে) নীলফামারী জেলার ছয়টি উপজেলা সফরের প্রথমভাগে ডোমার উপজেলার বাসস্ট্যান্ডে এক পথসভায় সারজিস এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের ওপর মায়ের বুক খালি করেছে। ওই খুনির বিচার বাংলাদেশে হওয়া উচিত, ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার তাদের জায়গা থেকে যেন চিন্তা না করে অন্য কারও হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। আমরা এই বাংলাদেশে ওই খুনির বিচার দেখতে চাই। এই বাংলাদেশে যে আশাগুলো সামনে রেখে তরুণেরা রক্ত দিল, সেই সিস্টেমগুলোকে সংস্কার দেখতে চাই।’

সারজিস আরও বলেন, ‘আমাদের নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে—এমন কোনো অযৌত্তিক ও অপ্রাসঙ্গিক কথা যেন না বলি। এখন সরকারে যারা আছে, তারা সরাসরি কোনো দলের প্রতিনিধি না। তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমে তারা সরকারে জায়গা করে নিয়েছে।’

নীলফামারীর ডোমারে গণসংযোগে সারজিস। ছবি: আজকের পত্রিকা

নির্বাচন প্রসঙ্গে সারজিস বলেন, নির্বাচন দ্রুত দিতে হবে, এটা কথা হতে পারে না। বরং কথা এটা হতে পারে যে নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার ও সংস্কার শেষে নির্বাচন হতে হবে।

এনসিপি নেতা সারজিস এর আগে উপজেলা শহরে গণসংযোগ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন প্রমুখ।

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা