হোম > সারা দেশ > নীলফামারী

দুলাভাই গ্রেপ্তার, শ্যালিকা উদ্ধার

প্রতিনিধি, নীলফামারী

মামলা দায়েরের ছয় ঘণ্টার মধ্যে অপহৃতা শ্যালিকা উদ্ধারসহ অপহরণকারী দুলাভাইকে গ্রেপ্তার করেছে নীলফামারী থানা–পুলিশ। আজ রোববার ভোরে সৈয়দপুর শহরের গোলাহাট থেকে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আইনুল ইসলাম (৩৫)। তিনি জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ইটাখোলা ইউনিয়নের সরকারের মোড় এলাকার ভুক্তভোগীর বড় বোনের সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় আইনুলের। তাঁদের দুটি সন্তান রয়েছে। আইনুল তাঁর স্ত্রীর ১৫ বছর বয়সী ছোট বোনকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এরই মধ্যে ১ আগস্ট বিকেলে নাহিন এগ্রোর সামনের পাকা সড়ক থেকে অটোরিকশা যোগে শ্যালিকাকে অপহরণ করে নিয়ে যান আইনুল। 

এরপর অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় গতকাল শনিবার রাতে থানায় মামলা করেন মেয়েটির বাবা। 

মামলার প্রেক্ষিতে রোববার ভোরে সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার ও আইনুলকে গ্রেপ্তার করা হয়। নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবীর নেতৃত্বে অভিযানে অংশ নেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুবাস চন্দ্র রায়। 

নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা শেষে দুজনকে আদালতে তোলা হবে। 

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন