হোম > সারা দেশ > নীলফামারী

খুলে গেল চলন্ত বাসের চাকা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে চলন্ত অবস্থাতে বাসের পেছনের চারটি চাকা খুলে গেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন প্রায় ৩০ যাত্রী। রবিবার দুপুরে সৈয়দপুর-রংপুর মহা সড়কের মৎস্য গবেষণা কেন্দ্রের সামনে এ ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানান, আন্তজেলা পরিবহন ভাই ভাই বাস সার্ভিস নীলফামারী রামগঞ্জ থেকে সৈয়দপুর হয়ে ৩০ জন যাত্রী নিয়ে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রংপুরের উদ্দেশে রওনা দেয়। কামারপুকুর মৎস্য গবেষণা কেন্দ্রের সামনে এলে পেছনের চারটি চাকা খুলে যায়। বাসচালক বাসটি নিয়ন্ত্রণে আনায় এতে কেউ হতাহত হননি। 

বাস চালক রফিকুল ইসলাম জানান, বাসটি যখন কামারপুকুর মৎস্য গবেষণা কেন্দ্রের সামনে তখন কিছু বুঝে ওঠার আগেই বাসটি বন্ধ হয়ে যায়। তখন দেখি বাসটির পেছনের অংশ রাস্তায় বসে গেছে আর চাকাগুলো রাস্তায় পড়ে আছে। পরে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। তাঁরা সবাই নিরাপদ রয়েছে। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খাঁন বলেন, ঘটনাটি জানার পর হাইওয়ে পুলিশের পাশাপাশি আমরাও সেখানে গিয়েছি। যাত্রীদের কোন ক্ষতি হয়নি।

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা