হোম > সারা দেশ > রংপুর

ডিমলায় সড়ক বন্ধ করে ট্রাকে নির্বাচনী মিছিল, স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় সড়ক বন্ধ করে ট্রাক নিয়ে নির্বাচনী মিছিল করায় স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী জনিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে উপজেলার বাবুরহাট এলাকায় এই জরিমানা করা হয়। স্বতন্ত্র প্রার্থী জনি ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। 

ডিমলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী জনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আকতার। 

উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী উপজেলা সদরের বাবুরহাট প্রধান সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী প্রচার চালান। তাঁর কর্মীরা ১২টি ট্রাকে উঠে মিছিল করছিলেন। এতে সড়কে যানবাহন ও জনসাধারণ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে জানতে সহকারী কমিশনার ফারজানা আক্তারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন