হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে বাবার কাটা গাছের ডাল ছেলের মাথায় পড়ে মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বাবার কাটা গাছের ডাল মাথায় পড়ে রহমত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে শহরের দক্ষিণ নিয়ামতপুর ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার জাহিনুর হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাদ আসর নিহত শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে জাহিনুর হোসেন নিজ বাড়িতে গাছ কাটছিলেন। গাছের কাটা একটি ডাল বাড়ির টিনের চালায় আটকা ছিল। রশি দিয়ে চালা থেকে ডালটি নামাচ্ছিলেন জাহিনুর। এ সময় শিশু রহমত বসতঘর থেকে দৌড়ে বাবার কাছে যায়। সেই মুহূর্তে ডালটি শিশুটির মাথায় পড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা আহত রহমতকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) পাঠায়। রমেকে নেওয়ার পথে শিশুটি মারা যায়। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি বেদনাদায়ক। ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু