হোম > সারা দেশ > রংপুর

ফেনসিডিলসহ ভিডিও ভাইরাল, শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

পুলিশের হাতে অবশেষে ধরা পড়ল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেনসিডিলসহ জনতার হাতে আটক হয়ে পালিয়ে যাওয়া সহকারী শিক্ষক আহসান আলমগীর আপেল (৪২)। গতকাল শুক্রবার রাতে নীলফামারীর ডোমার উপজেলার সোনরায় বাজার এলাকার বাড়ি থেকে তাঁকে আটক করে নীলফামারী সদর থানা-পুলিশ। 

গত বৃহস্পতিবার রাতে পলাশবাড়ী এলাকায় ফেনসিডিলসহ জনতার হাতে আপেলের আটক হওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

আপেল সোনারায় এলাকার খোড়শেদ আলমের ছেলে ও উপজেলার একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ জানায়, ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর আপেলকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গতকাল রাতে আপেল তাঁর বাড়িতে আসলে, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়ি থেকে নীলফামারী সদর সার্কেলে পুলিশ কর্মকর্তা মোস্তফা মঞ্জুরের নেতৃত্বে তাঁকে আটক করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারভিরুল ইসলাম বলেন, ‘বিভিন্ন স্থানে অভিযানের পর আপেলকে আটক করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

তিস্তা সেচনালার তীরে ভাঙন: ডুবল শতাধিক একরের ফসল

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট