হোম > সারা দেশ > রংপুর

নীলফামারী ডিসির ফোন নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফীনের সরকারি মোবাইল নম্বর ক্লোন করেছে এক প্রতারক চক্র। ওই নম্বর থেকে বিভিন্ন জনপ্রতিনিধি ও ব্যক্তিকে ফোন করে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোট ও টাকা চাওয়ার মতো অবৈধ চেষ্টা করেছে চক্রটি। 

শনিবার বিকেলে ডিসির মোবাইল নম্বরটি ক্লোন করা হয়। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া সচেতনতা তৈরিতে প্রশাসনের ফেসবুক পেজেও এ বিষয়ে পোস্ট দেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের গোপনীয় সহকারী তিতুমীর চৌধুরী জানান, শনিবার বিকেলে সরকারি কাজে ব্যবহৃত মোবাইল নম্বরটি ক্লোন করা হয়। ক্লোন করা নম্বর দিয়ে একটি প্রতারক চক্র জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ও বিভিন্ন জনপ্রতিনিধি কাছে ফোন দিয়ে ভোট ও টাকা চাওয়া হয়। বিষয়টি জানতে
পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকায় একটি মিটিংয়ে ছিলাম। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা পরিষদ নির্বাচনের একজন প্রার্থী আমাকে কল দিয়ে জানান তাঁকে কল দিয়ে অর্থ চাওয়া হয়েছে। পরে আরও দুজন প্রার্থীর সঙ্গে একই ঘটনা ঘটলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করি।’ 

প্রশাসক আরও বলেন, ‘এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সাধারণ মানুষ ও নির্বাচনের প্রার্থীদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। তারা যেন সতর্ক হন এবং এমন প্রতারণার ফাঁদে পা না দেন। সেই সঙ্গে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।’ 

নীলফামারী সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ আজকের পত্রিকাকে জানান, জেলা প্রশাসকের সরকারি ফোন নম্বর ক্লোন করে ভোট চাওয়া ও অর্থ আদায়ের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন