হোম > সারা দেশ > নীলফামারী

মুমূর্ষু দিনমজুরের জীবন বাঁচালেন ভারপ্রাপ্ত ইউএনও

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুরে শরিফুল (২২) নামের এক মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। 

শুক্রবার দিবাগত মধ্যরাতে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যামিটি অফ সৈয়দপুরের আহ্বানে স্থানীয় এক ক্লিনিকে ছুটে গিয়ে তিনি ওই রোগীকে রক্ত দেন। শরিফুল কামারপুকুর ইউনিয়নের হাজিরহাট বটতলার আব্দুল কাদেরের ছেলে। পেশায় দিনমজুর।

হিউম্যামিটি অফ সৈয়দপুর সংগঠন সূত্রে জানা যায়, শরিফুলের বৃক্কে পাথর হয়েছিল। ওইদিন সৈয়দপুরে সাজেদা ক্লিনিকে তাঁর বৃক্কের অস্ত্রোপচার হয়। পরে অপারেশন স্থানের একপাশ দিয়ে রক্ত বের হলে জরুরী তাঁর রক্তের প্রয়োজন হয়। রোগীর স্বজনরা রক্তের জন্য হিউম্যানিটি অফ সৈয়দপুরকে জানায়। ওই সংগঠনের সদস্য সুলতান ও সাজু অনেক চেষ্টা করেও মধ্যরাতে ও পজিটিভ গ্রুপের রক্তদাতা খুঁজে পাচ্ছিলেন না। এমন সময় তাঁরা জানতে পারেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের রক্তের গ্রুপও ও পজিটিভ। পরে তাঁরা এ বিষয়ে তাঁকে জানালে তিনি সঙ্গে সঙ্গে ওই ক্লিনিকে গিয়ে শরিফুলকে রক্ত দেন। বর্তমানে শরিফুল সুস্থ আছেন।

এবিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে জানান, রক্ত দিয়ে কারও জীবন বাঁচাতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। তিনি যেকোনো মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা