হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে বাজার থেকে বাড়ি ফেরার পথে কৃষককে কুপিয়ে হত্যা 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বাজার থেকে বাড়ি ফেরার পথে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের বেরুবন্দ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কৃষকের নাম মোখলেছার রহমান (৫৯)। তিনি রামনগর চরচরা বাড়ি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ। 

পুলিশ সূত্রমতে, মোখলেছার রহমান গতকাল রাত সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বেরুবন্দ নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় রাতেই নিহতের ছেলে মারুফ হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। 

পরিদর্শক (তদন্ত) জানান, মামলাটি সর্বাধিক গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার