নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (২০ জুন) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।
২২ সদস্যের কমিটিতে মোহাম্মদ আব্দুল মজিদকে প্রধান সমন্বয়কারী, শাহ আজিজুর রহমান ও মোহাইমেনুর রহমান সানাকে যুগ্ম সমন্বয়কারী করে ৯০ দিন অথবা আহ্বায়ক কমিটি গঠন হওয়ার পূর্ব পর্যন্ত এই কমিটিকে অনুমোদন প্রদান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোষিত কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মজিদ। তিনি বলেন, ‘গত ১৭ জুন জেলায় অনুষ্ঠিত এক সভায় ২২ সদস্যের ওই কমিটির প্রস্তাব করা হয়। এরপর ২০ জুন কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাই।’
মোহাম্মদ আব্দুল মজিদ জানান, ২০১৭ সাল পর্যন্ত তিনি বিএনপির রাজনীতিতে ছিলেন। ছাত্রাবস্থায় জেলা ছাত্রদলের সভাপতি, এরপর জেলা যুবদল এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দেশ গড়ায় নতুন প্রত্যয়ে নতুন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কথা জানান তিনি।
কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ, মো. আখতারুজ্জামান, মো. সামসুল হক শাহ, মো. মজিবুল হোসেন, রাসেদুজ্জামান রাসেদ, মো. মাসুম হোসেন, মো. আল আমিন, অ্যাডভোকেট নুর মোহাম্মদ, আরিফুজ্জামান আরিফ, আব্দুর রহিম, জুয়েল চন্দ্র রায়, সাহাদাত হোসেন সাজু, রুবেল হোসেন, আজাহারুল ইসলাম রাজা, আব্দুস সালাম, শরীফুজ্জামান শরীফ, মশিউর রহমান জাদু, হযরত আলী ও মো. আবু হামজালা।