নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেলে তেলবাহী লরির ধাক্কায় দুই সহোদর নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাছারি শাহাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে উত্তরা ইপিজেডের শ্রমিক সুমন ইসলাম (২৭) ও সিয়াম হোসেন (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীরা সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। তাঁরা ওই স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম স্থানীয়দের বরাত দিয়ে আজকের পত্রিকাকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, পুলিশ হাসপাতালে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনেরা মরদেহ নিয়ে নীলফামারী সদরের নিজ বাড়িতে নিয়ে গেছে।