হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরে নিজ দোকানে টুলের ওপর পড়ে ছিল টিভি মেকানিকের লাশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে নিজ দোকানের ভেতর থেকে এক টিভি মেকানিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের এক নং রেলগুমটি সংলগ্ন রেললাইনের পাশে একটি টেলিভিশন সার্ভিসের দোকান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লাশের গলায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টিভি মেকার শহিদুল ইসলাম (৪৫) রংপুর বদরগঞ্জের আলমপুর এলাকার মৃত হাসমত আলীর ছেলে। তিনি স্ত্রী ও ছোট মেয়েসহ সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। একাদশ শ্রেণিতে পড়ুয়া তাঁর বড় ছেলে নানার বাড়িতে থাকে।

শহিদুলের স্ত্রী বেবী নাজনীন আজকের পত্রিকাকে জানান, তাঁর স্বামী দোকানে যাওয়ার কথা বলে আজ ভোরে বাসা থেকে বের হন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে আশপাশের মানুষজনের কাছ থেকে খবর পেয়ে দোকানে যান। সেখানে গিয়ে দেখেন দোকানের দুটি ঝাঁপ বন্ধ, তবে একটি আংশিক খোলা ছিল। ভেতরে ঢুকে দেখা যায় তাঁর (শহিদুল) লাশ একটি টুলের ওপর পড়ে আছে। পরে তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ওসি সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে সৈয়দপুর থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এতে গলায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন