হোম > সারা দেশ > নীলফামারী

সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা আব্দুল খালেক মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে আজ দুপুরে নীলফামারী-সৈয়দপুর সড়কে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুল খালেক (৫৬) জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সদস্য ও ছাত্রদলের সাবেক সহসভাপতি। তাঁর বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাঙ্গালপাড়া গ্রামে। তিনি দুই কন্যাসন্তানের বাবা।

পারিবারিক সূত্রে জানা যায়, নীলফামারী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পুকুর সংস্কারের ঠিকাদারি কাজ দেখতে সেখানে যান তিনি। জোহরের নামাজ পড়ার জন্য হেঁটে সড়ক অতিক্রমের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এরপর প্রথমে নীলফামারী আধুনিক হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন