হোম > সারা দেশ > নীলফামারী

আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই: শিল্পী বেবী নাজনীন

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি 

সৈয়দপুর বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন। ছবি: আজকের পত্রিকা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন বলেছেন, ‘আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। এখন সৈয়দপুর–কিশোরগঞ্জের উন্নয়নই হচ্ছে আমার প্রথম লক্ষ্য। কারণ, এখানে যারা বসবাস করে, তারা সবাই আমার পরিবারের মতোই।’

আজ শনিবার বেলা ১১টায় নিজ জেলা সৈয়দপুর বিমানবন্দরে নেমে তিনি এসব মন্তব্য করেন। এর আগে তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এলে বাইরে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেবী নাজনীন বলেন, ‘দেশ আমাদের সকলের, তাই আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। দেশের প্রতি ভালোবাসা নিয়ে আমি সৈয়দপুর–কিশোরগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’

বেবী নাজনীন বলেন, ‘রাজনীতি নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি। অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে। ভবিষ্যতে আমি আমার সাধ্যমতো ছাত্র-জনতার পাশে থাকব।’

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের কথা স্মরণ করে বলেন, ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের অঙ্গীকার। আমার জন্মভূমির জন্য কিছু করতে চাই। আমি সৈয়দপুরে এসেছি, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চাইতে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শাহাদত বরণকারী শহীদদের জন্যও দোয়া চাই।’ পরে তিনি ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাজ্জাদ হোসেনের বাঙ্গালীপুরের বাসায় যান এবং সেখানে কিছু সময় কাটান।

এ সময় বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা