হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুর রেল স্টেশনে ওয়াগন থেকে গম চুরি

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ইয়ার্ডের একটি ওয়াগন থেকে প্রায় তিন টন গম চুরির ঘটনা ঘটেছে। অথচ ওয়াগনের সিলগালা আগের মতোই আছে। আজ বুধবার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এসে ওয়াগন খুলে এ চুরির বিষয়টি টের পান।

মেসার্স সিলভী ট্রেডার্স নামে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানে খালাসের দায়িত্বে নিয়োজিত প্রতিনিধি মিজানুর রহমান জানান, গত শুক্রবার খুলনার কেন্দ্রীয় খাদ্যগুদাম (সিএসডি) থেকে এক হাজার ৩৫০ টন গম সৈয়দপুরে নিয়ে আসেন। ৩০টি মালবাহী ওয়াগনে আনা হয় এসব গম। গমগুলো সৈয়দপর সরকারি খাদ্য গুদামে স্থানান্তর করা হবে। খালাসের উদ্দেশ্যে ওয়াগনের সিল খুলে দেখা যায় বিশেষ কায়দায় ওয়াগনের নিচের প্লেট ফাঁক করে বস্তা কেটে ওই পরিমাণ গম চুরি করা হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. মোজাফফর রশিদী রেজা জানান, ওই দিন স্টেশনের ইয়ার্ড থেকে গম আনলোড করার সময় ওয়াগনের সিল খুলে দেখা যায়, এর ভেতর থেকে প্রায় তিন টন গম চুরি হয়ে গেছে। এ চুরির ঘটনায় তিনি চরম উদ্বেগে প্রকাশ করেন।

জানতে চাইলে রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী বলেন, স্টেশনের ইয়ার্ড থেকে গম চুরির ঘটনা একটি বিস্ময়কর ব্যাপার। কারণ স্টেশন এলাকাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরা। এ ছাড়া ১০০ গজের মধ্যে রয়েছে রেলওয়ে (জিআরপি) থানা। গম চুরির ঘটনাটি স্টেশনের বাইরে ঘটতে পারে।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক এস এম মোজাফ্ফর রশিদী রেজা মৌখিকভাবে চুরির ঘটনাটি আমাদের অবগত করেছেন। এই রহস্যজনক চুরির ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা