হোম > সারা দেশ > নীলফামারী

নদীতে নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

সৈয়দপুরে তিন সহপাঠীর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ রোববার আড়াইটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বাড়ির পাশে খড়খড়িয়া নদীর চান্দিয়ার ব্রিজে সে গোসলে নামে। 

মৃত ছাত্রের নাম শাহিন আলম (১৬)। সে একই ইউনিয়নের তেলিপাড়ার আবু তালেবের ছেলে ও স্থানীয় পোড়ারহাট সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। 

প্রতিবেশী আজাহার আলী বলেন, তিন বন্ধু মিলে সকাল ১০টার দিকে বাড়ির পাশে খড়খড়িয়া নদীতে গোসল করতে যায় শাহিন। গোসলের একপর্যায়ে বন্যায় প্লাবিত খরস্রোতা নদীতে ডুবে যায় তারা। অন্য দুজন পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয় শাহিন।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস এবং রংপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ঘটনাস্থল থেকে নদীর ভাটির দিকে ১০০ গজ দূর থেকে নিখোঁজ শাহিনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন আজকের পত্রিকাকে মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু