হোম > সারা দেশ > নীলফামারী

সাবেক এমপি নূরের বিরুদ্ধে হত্যা মামলা, এক যুগ পর লাশ উত্তোলন

নীলফামারী প্রতিনিধি

সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। ফাইল ছবি

নীলফামারীতে এক যুগ পর কবর থেকে আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তির দেহাবশেষ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার সদর উপজেলার আকাশকুড়ি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলামের উপস্থিতিতে এই দেহাবশেষ উত্তোলন করা হয়।

এ সময় সদর থানার উপপরিদর্শক সজীব সাহা, নিহত আবু বক্করের ছেলে লিটন রহমান ও সদর উপজেলা জামায়াতের আমির আবু হানিফা শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, নিহতের ছেলে লিটন রহমান ২০২৪ সালের ৩ নভেম্বর ২০২ জনকে আসামি করে নীলফামারী আমলি আদালতে একটি হত্যা মামলা করেন। আদালতের নির্দেশে আজ দুপুরে লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নিহতের দেহাবশেষ উত্তোলন করা হয়। পরে তা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।

লিটন রহমানের অভিযোগ, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর তাঁর বাবা আবু বক্কর ছিদ্দিককে পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নির্দেশে ওই হত্যাকাণ্ড সংগঠিত হয়।

সে সময়ে অনুকূল পরিবেশ না থাকায় গত বছরের ৩ নভেম্বর আদালতে হত্যা মামলা করেন তিনি। ২০২ জনের মধ্যে ওই মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু