হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীর নবনির্মিত ভবন থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর শাখামাছা বাজার এলাকা থেকে ময়নুল ইসলাম (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ময়নুল সদর উপজেলার মধ্য সুটিপাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, নিহত ময়নুল উত্তরা ইপিজেডে চাকরি করতেন। করোনায় কারখানা বন্ধ থাকায় গত দুই দিন থেকে নবনির্মিত ভবনে রাজমিস্ত্রির কাজ করছেন। গতকাল বুধবার রাতে পেটে ব্যথা হলে ওষুধ আনতে গিয়ে আর ফিরে আসে নাই। পরে আজ সকালে শাখামাছা বাজারের কিচেন মার্কেট (সবজি বাজার) সংলগ্ন একটি নবনির্মিত ভবনের লিফটের হাউসে জমানো পানি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোখতারুজ্জামান।

নিহতের বড় ভাই লালবাবু বলেন, ঘটনার রাতে বাড়িতে না ফেরায় সন্দেহ হলে ভোরে ওই নির্মিত দালানে যাই। সেখানে লিফটের হাউসে জমানো পানিতে ভাইয়ের লাশ পাওয়া যায়।

নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন