নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাত এক পথচারী মারা গেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটেছে। মৃত ওই পথচারী একজন পুরুষ, তাঁর আনুমানিক বয়স ৪৫ বছর।
এলাকাবাসীরা জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজারে একটি ট্রাক ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই ব্যক্তির মুখমণ্ডলসহ পুরো শরীর থেঁতলে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই পথচারীর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, ‘ওই ব্যক্তিকে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।’
ওসি আরও বলেন, ‘ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।’