হোম > সারা দেশ > রংপুর

দুই সন্তান ও স্ত্রীকে হত্যার পর গলা কেটে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন আশিকুল ইসলাম মোল্লা ওরফে বাবু নামে এক ব্যবসায়ী। আজ শুক্রবার সকালে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—আশিকুল মোল্লা বাবুর স্ত্রী তহুরা বেগম (৩০), তাঁর বড় মেয়ে তানিয়া আক্তার (১১) ও ছোট মেয়ে জারিন আক্তার (৬)। 

নীলফামারী সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাবু নিজে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালান। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

বাবুর ছোট ভাই জাকির হোসেন মোল্লা আজকের পত্রিকা বলেন, ‘সকাল বেলা গলা কাটা অবস্থায় বাড়ির বাইরে বের হতে দেখে এলাকাবাসী তাকে (বাবুকে) উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাঁকে রংপুরে রেফার করেন। সে ব্যবসায় আর্থিক ক্ষতির শিকার হয়ে মানসিকভাবে একটু ভেঙে পড়েছিল। এ কারণে এ ঘটনা ঘটাতে পারে।’

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন