হোম > সারা দেশ > নীলফামারী

৯৯৯-এ ফোন পেয়ে ৪ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীর ১৫ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

নীলফামারী প্রতিনিধি

জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ৪ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১৫ লাখ টাকা উদ্ধার করেছে নীলফামারী সদর থানা-পুলিশ। 

শনিবার (১০ জুন) সন্ধ্যায় উদ্ধারকৃত টাকা ব্যবসায়ী রফিকুল ইসলামের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরুল। এ সময় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার, পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র মণ্ডলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের বাড়ি বগুড়ার ধুনটে। তিনি ওই উপজেলার চৌকিবাড়ি এলাকার মৃত আমীর হামজার ছেলে। তিনি নীলফামারী এলাকায় ভুট্টা কিনতে এসেছিলেন। 

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে ওই ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে টাকা হারিয়ে যাওয়ার কথা জানান। তিনি জানান, নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কানাইকাটা এলাকায় চায়ের দোকানে ভুলে ব্যাগ রেখে আসেন। পরে গিয়ে আর ব্যাগটি পাননি। ব্যাগে ১৫ লাখ টাকাসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। 

সংবাদটি পাওয়ামাত্র নীলফামারী সদর থানার মোবাইল টিমের দায়িত্ব থাকা এসআই রনি কুমার পাল কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেন। বিকেল ৩টার দিকে চায়ের দোকানদার জবেদ আলীর বাড়ি থেকে টাকার ব্যাগটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় সদর থানায় সবার উপস্থিতিতে ব্যবসায়ীর হাতে টাকার ব্যাগটি হস্তান্তর করা হয়।

ব্যবসায়ী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুট্টা কেনার জন্য এসে ১৫ লাখ টাকাসহ ব্যাগ হারানোর পর ৯৯৯-এ ফোনকল করি। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে হারানো টাকাটা ফিরে পেয়েছি। এ জন্য নীলফামারী সদর থানার ওসি ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরুল বলেন, ‘৯৯৯–এ ফোন পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠাই। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে চার ঘণ্টার ব্যবধানে টাকাটা উদ্ধার করতে সক্ষম হই। পরে সন্ধ্যায় টাকার প্রকৃত মালিক ব্যবসায়ী রফিকুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়।’

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন