হোম > সারা দেশ > নীলফামারী

ধসে পড়ল পাওয়ার গ্রিডের নির্মাণাধীন ভবন

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারী সৈয়দপুর উপজেলায় পাওয়ার গ্রিডের ৯৭ লাখ টাকা ব্যয়ের নির্মাণাধীন ভবন ধসে পড়েছে। ভবনটি পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিপি) সরঞ্জামাদি রাখার জন্য নির্মাণ করা হচ্ছিল। আজ সোমবার বেলা সাড়ে ৫ টার দিকে সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিপি) চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় ভবনটির ছাদ ঢালাইয়ের সময় সাটারিং ভেঙে প্রায় ৪ হাজার বর্গফুট ছাদ ধসে পড়ে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির সাটারিংয়ে স্টিল সরঞ্জামের পরিবর্তে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরোনো বাঁশ ব্যবহার করছে। তাই বিকেলে ঢালাইয়ের সময় হুড়মুড় করে ভেঙে পাড়ে যায় ছাদ। এ সময় নিচে কোনো শ্রমিক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের অভিযোগ এই কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সৈয়দপুর অফিস সূত্রে জানা যায়, পাওয়ার গ্রিড কোম্পানির সরঞ্জামাদি রাখার জন্য একটি একতলা ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনটি ৫ হাজার ৫০০ বর্গমিটার। ৯৭ লাখ টাকা ব্যয়ে এর নির্মাণকাজ করছে ঢাকার রায়হান ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালের জুনে। কাজটি শেষ হওয়ার কথা ২০২১ সালের আগস্টে।

ঠিকাদার আনোয়ারুল ইসলাম নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ছাদের নিচের সাটারিংয়ের খুঁটি হঠাৎ সরে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

ওই ভবন নির্মাণ প্রকল্পে দায়িত্বে থাকা পিজিসিপির উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম আজকের পত্রিকাকে জানান, ছয়টি ব্লকের মধ্যে পাঁচটির নির্মাণকাজ আগেই শেষ হয়েছিল। সোমবার ৬ নম্বর ব্লকের ঢালাই করা হয়। এর মধ্যে হঠাৎ ছাদের একটি অংশ ধসে পড়ে। তিনি বলেন, ভবনটি কেন ধসে পড়ল তা খতিয়ে দেখা হবে।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন