হোম > সারা দেশ > নীলফামারী

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

উজানের ঢল ও ভারী বর্ষণে নীলফামারীর ডিমলা অংশে তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপর দিয়ে বইছে। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাট (স্লুইসগেট) খুলে রেখেছে জেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

আজ শুক্রবার দুপুর ১২টায় ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে সকাল ৯টায় পানি বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছিল।

এদিকে তিস্তায় পানি বৃদ্ধির ফলে উপজেলার কয়েকটি চরের বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছে। টেপাখড়িবাড়ি, পূর্বছাতনাই, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি, খগাখড়িবাড়ি ইউনিয়নের নিম্নাঞ্চলের ১০ গ্রামে পানি প্রবেশ করেছে। 

খালিশাচাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার বলেন, ‘পানি বাড়ার সঙ্গে আমার ইউনিয়নের বাইশপুকুর ও ভেন্ডাবাড়ি গ্রামে পানি প্রবেশ করতে শুরু করে। এলাকাবাসী ধারণা করছে, পানিতে যেকোনো সময় বসতবাড়ি তলিয়ে যেতে পারে।’ 

ডালিয়া পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, শুক্রবার উজানের ঢলে তিস্তা নদীতে পানি বিপৎসীমা অতিক্রম করে। সকাল ৯টায় তিস্তা ব্যরাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা বরাবর প্রবাহিত হয়। এরপর পানি বেড়ে দুপুর ১২টায় বিপৎসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সকাল ৬টায় ওই পয়েন্টে পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচে ছিল। 

ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে তিস্তা অববাহিকার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। পানি আরও বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা রয়েছে।

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা