নীলফামারী সদর উপজেলার হাজীগঞ্জে ব্যাটারিচালিত রিকশার চাকায় কাপড় পেঁচিয়ে প্রতিমা রানী (২৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জের লক্ষ্মীরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রতিমা একই ইউনিয়নের কাঞ্চনপাড়া এলাকার নারায়ণ চন্দ্রের স্ত্রী। হাজিগঞ্জের আর্টিশান বিডি লিমিটেডে পাপোশ প্রস্তুতকারক কারখানায় কাজ করতেন।
নিহতের দেবর অনিল রায় বলেন, সোমবার সকাল ৮টার দিকে কয়েকজন মিলে অটোরিকশায় চড়ে কারখানায় যাচ্ছিলেন। পথে রিকশার চাকায় কাপড় পেঁচিয়ে গেলে তিনি সড়কের ওপর পড়ে যান। এ সময় তাঁর সহকর্মীরা আহত অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ময়নাতদন্ত শেষে প্রতিমার মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।