হোম > সারা দেশ > রংপুর

মরিচখেতেই ব্যস্ত ভোটার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার ও ডিমলায় প্রথম ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার। সাড়ে ১১টার দিকে ডোমার-ডিমলা সড়কের পাশে মরিচখেতে কাজ করতে দেখা যায় বর্গাচাষি অহিদুল ইসলামকে। ভোট না দিয়ে খেতে কাজ করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘শেষ বেলায় ভোট দিবার যাম, আগোত য্যায়া লাভ কী? সক্কালে গেইলে দিনটায় মাটি। তাই মুই এখন মরিচখেতের ঘাস গিলা নেলাওছো।’ 

অহিদুল ইসলাম ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের মেলা পাঙ্গা গ্রামের বাসিন্দা। ভোটের দিনের ব্যস্ততা নেই এই ভোটারের। অন্যান্য দিনের মতো স্বাভাবিক কাজকর্মে পার করছেন তিনি। 

অহিদুল ইসলাম বলেন, ‘মরিচখেতে প্রচুর আগাছা হওয়ায় ফসল নষ্ট হওয়ার পথে। দৈনিক হাজিরা ৬০০ টাকা দিয়েও মানুষ মিলছে না। এমনিতেই বর্গাচাষি, নিজেই শ্রম না দিলে লোকসান হবে এই ফসলে। তাই ভোটের চিন্তা আগে করছি না। সময় পেলে বিকেলে ভোট দিতে যাব।’ 

এদিকে ডোমারের চিকনমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় রাউতা উচ্চ বিদ্যালয় ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত এসব কেন্দ্রে ১৫ থেকে ২০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

এ সময় কথা হয় নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্তের সঙ্গে। তিনি বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। 

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, বিজিবির ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন