হোম > সারা দেশ > নীলফামারী

চিলাহাটি দিয়ে ১ হাজার ৭০২ টন ভারতীয় কালো পাথর আমদানি

প্রতিনিধি, নীলফামারী

নীলফামারী চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ দিয়ে ভারত থেকে ৩০টি ওয়াগনে ১ হাজার ৭০২ টন কালো পাথর (ব্লাকস্টন) আমদানি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ওয়াগনগুলো নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে পৌঁছায়। পরে ওয়াগনগুলো রেখে ভারতীয় রেল ইঞ্জিনটি একই পথে ভারতে ফিরে যায়।

চিলাহাটি স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, এর আগে ১ আগস্ট বিকেলে এ রেলপথে প্রথমবারের মতো ভারত থেকে ৪০টি ওয়াগনে ২ হাজার ২৮৫ দশমিক ২০ টন এবং ৫ আগস্ট ১৯টি ওয়াগনে ১ হাজার ১২২ টন সাদা নুড়ি পাথর এসেছিল। দুই দফায় দিনাজপুর হিলির খান অ্যান্ড সন্স ওই পাথরগুলো আমদানি করেছিল। যা যশোরের নোয়াপাড়া ও নীলফামারীর সৈয়দপুরে খালাস করা হয়। 

স্টেশন মাস্টার আরও বলেন, আজ বিকেলে তৃতীয় দফায় ভারত থেকে আসা ওই পাথরগুলো আমদানি করেছে রাজশাহীর সিঅ্যান্ডএফ এজেন্ট শুভ এন্টারপ্রাইজ। এগুলো নীলফামারীর সৈয়দপুরে নিয়ে খালাস করা হয়।

উল্লেখ্য, চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর ছিল। ৫৬ বছর পর পুনরায় রেললাইন স্থাপনের মাধ্যমে রুটটি চালু হওয়ার পর এই পথ দিয়ে পণ্য আমদানি শুরু হয়েছে। এতে ভারত থেকে পাথর, গম, চাল ও ভুট্টা আমদানিতে সময় ও পরিবহন ব্যয় সাশ্রয় হচ্ছে। 

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন