হোম > সারা দেশ > নীলফামারী

রিকশাচালক খুনের দুই সপ্তাহেও গ্রেপ্তার হয়নি খুনি

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুর শহরে চাঞ্চল্যকর রিকশাচালক দুলাল হোসেন (৪০) হত্যার দুই সপ্তাহ অতিবাহিত হলেও এর কিনারা হয়নি। রোববার পর্যন্ত খুনের সঙ্গে জড়িত কেউ গ্রেপ্তার হননি। এ দিকে খুনের রহস্য উদ্ঘাটন এবং খুনের সঙ্গে জড়িত কেউ গ্রেপ্তার না হওয়ায় পুলিশের প্রতি বাড়ছে অনাস্থা। খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে পরিবারের সদস্য ও স্থানীয়রা। 
 
পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকারী শনাক্তে শহরের মূল সড়কগুলোয় লাগানো সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদ করেছে সন্দেহভাজন বেশ কয়েকজনকে। ইতিমধ্যে সিসি ফুটেজ থেকে প্রাপ্ত ছবি ও তদন্তে প্রাপ্ত ক্লুর ভিত্তিতে সন্দেহের তালিকায় কয়েকজনকে চিহ্নিত করেছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে। মামলার তদন্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মাঠে কাজ করছে বলে জানা যায়। 

মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দপুর থানার উপপরিদর্শক আহসান হাবিব জানান, এ ঘটনায় নিহত রিকশাচালকের ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। হত্যাকাণ্ডের তদন্তে মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা ও লিস্টের ব্যক্তিদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তদন্তে পুলিশ অজ্ঞাত এক রিকশা যাত্রীকে খুঁজছে। খুনের আলামত হিসেবে রিকশা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যাদি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী চিহ্নিত করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি। 

সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনে আমরা অনেক দূর এগিয়েছি। পুলিশের সঙ্গে গোয়েন্দা বিভাগও কাজ করছে। আশা করছি শিগগির এর কিনারা করা যাবে। 

উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরে নতুন বাবুপাড়া এলাকায় দুর্বৃত্তরা রিকশাচালক দুলাল হোসেনকে (৪০) গলা কেটে হত্যা করে। নিহত দুলাল রাতের বেলা রিকশা চালাতেন। তাঁর বাড়ি চিরিরবন্দরের ফতেজংপুর ইউপির ডাঙ্গারহাট এলাকায়। ঘটনার ভোর রাতে রিকশাচালক যাত্রী নিয়ে আসলে ওই এলাকার সানাউল্লাহ বসুনিয়া সড়কে হত্যার শিকার হন। সড়কে ফেলে রাখা হয় তাঁর মরদেহ। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ এবং ময়নাতদন্তে মরদেহ নীলফামারী মর্গে পাঠানো হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা