হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে সাত দফা দাবিতে যুব অধিকার পরিষদের মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ সাত দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে যুব অধিকার পরিষদ। আজ শুক্রবার বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধন করা হয়।

অন্য দাবিগুলো হলো বছরে অন্তত ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি; চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন; আবেদন ফি মওকুফ; ঘুষ, প্রভাবশালীর রেফারেন্স, জামানত বাদ; বয়সসীমামুক্ত চাকরির ব্যবস্থা ও সরকারি-বেসরকারি চাকরির বৈষম্য দূর করা।

মানববন্ধন শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেতারা। জেলা শাখার সাধারণ সম্পাদক শাকিল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন যুব অধিকার পরিষদের জেলা শাখার দপ্তর সম্পাদক ওমর ফারুক মুন্না, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি মো. রাকিব হোসেন, কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এ কে উদার প্রমুখ।

যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতারা এ সময় বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও যুবকেরা চাকরি পাচ্ছেন না। এ কারণে বেকারত্বের যন্ত্রণায় আত্মহত্যা করছেন তাঁরা। অথচ দেশের টাকায় অন্য দেশে গড়ে উঠেছে বেগমপাড়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে গড়ে তোলা হয়েছে সম্পদের পাহাড়। 

নেতারা আরও বলেন, শুধু আওয়ামী লীগ সরকারের প্রথম ১০ বছরে সাত লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই টাকা দেশে থাকলে বেকার ভাইদের কাজে লাগত। তাই আজকের এই বেকার সমাজের মুক্তি তথা দেশের মুক্তির জন্য সাত দফা বাস্তবায়ন করতে হবে।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন