নীলফামারীর সৈয়দপুরে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শ্রী শান্ত রায় (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ সময় তার মোবাইলের কভারে নিচে থাকা একটি চিরকুট পায় পুলিশ। সেখানে সে লিখে-‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়।’ চিরকুটটি ওই স্কুলশিক্ষার্থীর বলে নিশ্চিত করেছে পুলিশ।
আজ রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের উত্তর দিকে ওয়াপদা রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে তার দেহ দুই টুকরা হয়ে যায়।
শান্ত রায় বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলি এলাকার শ্রী সাগর রায়ের ছেলে। সে স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
শান্ত রায়ের বাবা সাগর রায় বলেন, ‘অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই সে স্কুলে আসে। বাড়িতে তার আত্মহত্যা করার মতো কোনো ঘটনাই ঘটেনি।’
সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বলেন, ‘শান্ত অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার নামের মতোই সে শান্ত প্রকৃতির ছেলে। আজও স্কুলে এসেছিল। তাকে দেখে স্বাভাবিকই মনে হয়েছে। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করল তা আমার জানা নেই।’
ওসি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের কেউ অভিযোগ করেননি। তবে রেলওয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’