চালকের অবর্তমানে ট্রাক্টর চালাতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে কিশোর এক হেলপারের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত হেলপারের নাম সালেম হোসেন (১৪)। আজ সোমবার বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নের হাজিপাড়ার মাহবুব হাজির ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালেম একই এলাকার মৃত একরামুল হোসেনের ছেলে।
জানা যায়, ওই ট্রাক্টর দিয়ে ইটভাটায় মাটি সরবরাহ কর হয়। সালেম ছিল ওই ট্রাক্টরের হেলপার। সকালে চালক না থাকায় সালেম নিজেই ট্রাক্টরটি ইটভাটায় নেওয়ার চেষ্টা করে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সে ট্রাক্টরের নিচে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, কেউ অভিযোগ না করায় পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।