সৈয়দপুর থানা ও রেলওয়ে থানা থেকে ১ শ গজ দুরে রেলের উপসহকারী প্রকৌশলীর কার্যালয়। অথচ দুটি থানাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কার্যালয়টির তালা ভেঙে চেয়ার, টেবিলসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরে নিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, গতকাল বুধবার রাতে রেলের উপসহকারী প্রকৌশলীর কার্যালয়ের গেটের তালা ভেঙে ৬টি ড্রাম, ৪টি ফ্যান, গোডাউনের ৩টি দরজা, চেয়ার ও টেবিলসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। সকালে অফিস খোলার পর চুরির ঘটনা নজরে আসে। এদিকে থানা থেকে সামন্য দুরে এ চুরির ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে।
উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা জানান, চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হবে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বলেন, চুরির বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।