হোম > সারা দেশ > নীলফামারী

তিন ঘণ্টা পর সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক

নীলফামারী প্রতিনিধি

তিন ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে এই বিমানবন্দরে আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিমান ওঠানামা বন্ধ থাকে, দুপুর ১টার দিকে চলাচল স্বাভাবিক হয়। তবে এই সময়ে কোনো ফ্লাইট বাতিল হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘন কুয়াশা কেটে গেলে দুপুর ১টার দিকে বিমান চলাচল স্বাভাবিক হয়। তবে ঘন কুয়াশার কারণে কোনো বিমানের ফ্লাইট বাতিল করা হয়নি।’

সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, ‘আজ ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে বিমানবন্দর অঞ্চল। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার। সকাল সাড়ে ১০টায় দৃষ্টিসীমা ৩০০ মিটার এবং ৩০ মিনিটের ব্যবধানে বেলা ১১টায় তা ৭০০ মিটারে গিয়ে দাঁড়ায়।’

বিমানবন্দরে বিমান ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হয় বলে জানান লোকমান হোসেন। তিনি আজকের পত্রিকাকে আরও বলেন, ‘আজ ঘন কুয়াশা কেটে যেতে দুপুর পর্যন্ত সময় লাগে। এই অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’

এদিকে বিমানবন্দরে কথা হয় ঢাকাগামী যাত্রী নীলফামারী শহরের আতাউর রহমানের সঙ্গে। তিনি সকাল ১০টা থেকে বিমানবন্দরে অবস্থান করেন বলে জানান। পরে চলাচল স্বাভাবিক হলে তিনি একটি বেসরকারি বিমানে ওঠেন। 

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট