হোম > সারা দেশ > নীলফামারী

প্রতিপক্ষকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় প্রতিবেশীকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পরিকল্পনাকারী নুর ইসলাম (৬৭) ও মোশাররফ হোসেন (৭০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা উপজেলার বালাপাড়া ইউনিয়নের রুপাহারা গ্রামের বাসিন্দা। ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাবুরহাট গ্রামের দুলু মিয়ার সঙ্গে পাশের রুপাহারা এলাকার নুর ইসলাম ও মোশারফ হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে নুর ইসলাম ও মোশাররফ প্রতিপক্ষ দুলুকে মাদক দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করেন। বৃহস্পতিবার রাতে ১০টি ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা দুলুর বাড়িতে শৌচাগারের চালের ওপরে রাখে নুর ইসলাম ও তাঁর দুই সহযোগী। পরে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ ওই স্থান থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করে এবং দুলু মিয়াকে আটক করে।

দুলুকে আটকের পর বিষয়টি পুলিশের সন্দেহ হলে তথ্য দাতা নুর হোসেন ও মোশাররফকে এদিন রাতেই আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন।

নুর ইসলাম ও মোশারফ পুলিশকে জানায়, জমি ও আর্থিক লেনদেনের বিরোধের জেরে প্রতিপক্ষ দুলুকে ফাঁসানোর পরিকল্পনা করেন তাঁরা।

ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় বলেন, দুলু মাদকের সঙ্গে জড়িত না। যাঁরা মাদকের তথ্য দিয়েছেন তাঁরাই বাড়িতে মাদক রেখে দুলুকে ফাঁসিয়েছে। দুলুকে ছেড়ে দিয়ে এ ঘটনায় জড়িত নুর হোসেন ও মোশাররফসহ তিনজনের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামি ইয়াকুব ইসলাম আপনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা