হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে শিশুর চোখ নষ্ট

প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারায় আজমির ইসলাম (৫) নামে এক শিশু রক্তাক্ত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৭টায় নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনের হোম সিগনালের কাছে এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার ডান চোখ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

আজমির ডোমার উপজেলার আমবাড়ি গ্রামের মাছের হ্যাচারি ব্যবসায়ী মারুফ ইসলামের ছোট ছেলে। তিনি সন্তানদের লেখাপড়ার জন্য পরিবার নিয়ে সৈয়দপুর শহরের পুরাতন মুন্সীপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। ঘটনার দিন গ্রামের বাড়ি থেকে খুলনাগামী আন্তনগর ট্রেন সীমান্ত এক্সপ্রেসে সৈয়দপুরে আসছিলেন। 

আজমিরের বাবা মারুফ ইসলাম জানান, ট্রেনে জানালার পাশে বসে ছিল আজমির। হঠাৎ করে একটি ছোড়া পাথর তার ডান চোখে আঘাত করে। তার চোখ ফেটে রক্ত ঝরতে থাকে। এ অবস্থায় সৈয়দপুর স্টেশনে নেমে রেলওয়ে পুলিশের এএসআই প্রভাষ কুমারের সহায়তায় দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম দ্রুত শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. রাশেদুল ইসলাম মাওলার শরণাপন্ন হলে তিনি উন্নতি চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়ে দেন। 

বর্তমানে তিনি শিশু আজমিরকে রাজধানীর ইসলামিয়া চক্ষু হাসপাতালের ১২৬ নম্বর কেবিনে রেখে চিকিৎসা নিচ্ছেন। ওই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. কামরুল হাসান সোহেলের তত্ত্বাবধানে রয়েছেন। তিনি কান্না জড়িত কণ্ঠে জানান, আজমিরের আঘাত প্রাপ্ত ডান চোখটি ৮০ শতাংশ নষ্ট হয়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তিনি রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তার বিচার দাবি করেছেন। 

বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু বলেন, এভাবে ট্রেনে পাথর ছুড়লে রেলওয়ে যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগবে। ফলে রেল যাত্রায় নিরুৎসাহিত হবে যাত্রীরা। তিনি বলেন, এ ঘটনার জন্য রেলওয়ে পুলিশ সম্পূর্ণরূপে দায়ী। স্টেশন এলাকার মধ্যে এ ঘটনা প্রমাণ করে রেল পুলিশের টহলদারি নেই। তা ছাড়া রেললাইনের দুই পাশে অবৈধ দোকানপাট ও বসবাসকারীদের উচ্ছেদে রেলের কোন উদ্যোগ না থাকায় এমন ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থল শনাক্ত করে দোষী ব্যক্তিকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি করেন। 

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় স্টেশন মাস্টার (গ্রেড-৪) ময়নুল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশ মাঠে কাজ করছে। পুলিশের মাধ্যমে এ ঘটনা তদন্তের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে জানান তিনি। 

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন