হোম > সারা দেশ > নীলফামারী

আগুনে পুড়ে ছাই ৯ ব‍্যবসায়ীর ঈদ আনন্দ

নীলফামারী প্রতিনিধি

করোনাকালীন ক্ষতি পুষিয়ে ওঠার স্বপ্ন দেখছিলেন কলোনির ব্যবসায়ীরা এ সময় আগুনে পুড়ে ছাই হলো সব। আজ সোমবার ঈদের আগের দিন ভোররাতে নীলফামারী সদর উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এতে ৯টি দোকান পুরে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত দোকানদার সূত্রে জানা গেছে, রাতে কলোনি বাজারে একটি মুদির দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৯টি দোকান-ঘর পুড়ে গেছে। 

এ বিষয়ে ডিমলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানিদের সরকারি সহায়তায় নগদ অর্থ সাহায্য দেওয়া হয়েছে।’ 

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন