হোম > সারা দেশ > নীলফামারী

ডোমারে শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে শারীরিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আবু কালাম (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ১০টার দিকে আবু কালাম নামে এক ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী ওই মেয়ের বাবার খোঁজে তাঁদের বাড়ি যান। এ সময় কেউ বাড়িতে না থাকার সুযোগে তিনি তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির শব্দ শুনে পাশের বাড়ির একজন ঘরে গিয়ে এ দৃশ্য দেখে চিৎকার করেন। এ সময় এলাকাবাসী ছুটে এলে আবু কালাম কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় গতকাল বিকেলে ওই শারীরিক প্রতিবন্ধীর বাবা ডোমার থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন। পরে সন্ধ্যায় পুলিশ আবু কালামকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জানতে চাইলে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেলে এক শারীরিক প্রতিবন্ধী মেয়ের বাবা আবু কালামের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে আবু কালামকে জেলা কারাগারে পাঠানো হয়।

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট

নীলফামারীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

শ্রমিক নেতাকে মারধর, রংপুর-নীলফামারী বাস চলাচল বন্ধ

লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস, ভাইভায় ধরা খেলেন দুই পরীক্ষার্থী

পলিনেট হাউসে কৃষিতে নতুন দিগন্ত, বছরে সোহেলের লাভ ১০ লাখ টাকা

রেলের জমি দখল করে ভবন, সাবেক কাউন্সিলর-প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বাবার বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল নারীর

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কেঁচো সার উৎপাদনে স্বাবলম্বী ডিমলার একাদশী

সৈয়দপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত