হোম > সারা দেশ > রংপুর

খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি, জব্দের পর দরিদ্রদের মধ্যে বিতরণ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য খোলাবাজারের বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের ৮০ হাজার টাকা জরিমানা এবং পণ্য জব্দ করা হয়। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ময়নুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

ব্যবসায়ীরা হলেন উপজেলার ধর্মপাল ইউনিয়নের সামসুল ইসলামের ছেলে আরিফ রেজা ও হুচেন আলীর ছেলে মোস্তাকিম আলম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আরিফের দোকান থেকে টিসিবির বিতরণকৃত ২ লিটার ওজনের ৭০টি সয়াবিন তেলের বোতল, ডাল ২৭৮ কেজি ও চাল ৬৬৯ কেজি। অপর দিকে, মোস্তাকিমের দোকান থেকে সয়াবিন তেল ১২৮ লিটার, চাল ৯০৬ কেজি ও ডাল ৩০২ কেজি জব্দ করে ধর্মপাল ইউনিয়ন পরিষদে রাখা হয়।

ধর্মপাল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বলেন, একই পরিবারে একাধিক কার্ড থাকায় অনেকেই বেশি দামে বাজারে বিক্রি করেন। কেউ দলীয়ভাবে পেয়েছেন। আবার কেউ চেয়ারম্যান-মেম্বারদের কাছ থেকে পেয়েছেন। 

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ময়নুল ইসলাম বলেন, টিসিবির পণ্য দোকানে পাওয়ায় দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পণ্যগুলো জব্দ কর হয়। 

ময়নুল ইসলাম আরও বলেন, আজ শুক্রবার দুপুরে আশ্রয়ণ প্রকল্পের সদস্য ও অসচ্ছল মানুষের মাঝে ওই সব পণ্য বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন