হোম > সারা দেশ > নীলফামারী

দোকানঘর দখলের অভিযোগে ভাড়াটিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ভাড়াটিয়ার বিরুদ্ধে ৬৫ বছরের এক বৃদ্ধার দোকানঘর দখলের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের মুন্সিপাড়া মহিলা কলেজ মোড় এলাকার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। 

ভুক্তভোগী ওই নারীর নাম ইশরাত জাহান। তিনি ওই এলাকার মৃত মো. মুর্তজার স্ত্রী। 

ইসরাত জাহান অভিযোগ করে বলেন, ‘শহরের মুন্সিপাড়া জাসদ মোড়ে আমার স্বামীর একটি দোকান আছে। স্বামীর মৃত্যুর পর ২০০৪ সালে শহরের কয়ানিজপাড়ার মফিজ উদ্দিনের ছেলে মফিজুল হক লেবুকে দুই বছর মেয়াদে দোকানটি ভাড়া দেই। মেয়াদ শেষে নতুন করে ভাড়ার চুক্তিনামা করতে বললে টালবাহানা করে ও ভাড়া দেওয়াও বন্ধ করে দেন লেবু। একপর্যায়ে দোকানটি কিনেছেন বলে দাবি করেন লেবু।’ 

ভুক্তভোগী ওই নারী আরও বলেন, ‘একমাত্র আয়ের উৎস দোকানটি দীর্ঘ এক যুগ ধরে দখল করে রেখেছে লেবু। ভাড়াও দিচ্ছে না, দোকানও ছাড়ছে না। উল্টো থানায় মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে।’ 

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে মফিজুল হক লেবু বলেন, ‘মুর্তজার দুই স্ত্রী। দোকানে দুই স্ত্রীই সমান অংশীদার। দ্বিতীয় স্ত্রী পতুল তাঁর অংশ আমার কাছে বিক্রি করেছেন। তাই অর্ধেক দোকানের মালিক আমি। কিন্তু প্রথম স্ত্রী ও তাঁর ছেলেরা বেআইনিভাবে পুরো দোকানের মালিকানা দাবি করছে। ফলে বিরোধ সৃষ্টি হয়েছে। এখানে দখলের কিছু নেই।’ 

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা