হোম > সারা দেশ > নীলফামারী

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যার চেষ্টা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী (১৪) স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফা মঞ্জুর ও জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাড়ির পাশে লাউ গাছের তলায় ওই বখাটে কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কিশোরীর গলা ও গাল কেটে দিয়ে পালিয়ে যায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। 

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার তদন্তের স্বার্থে আসামির (বখাটের) নাম বলা যাচ্ছে না। বাদীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ভুক্তভোগী কিশোরীর পরিবারের সঙ্গে পূর্ব পরিচিত ওই বখাটে।’ 

নীলফামারী জেলা পুলিশ সুপার গোলাম সবুর আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে মেয়েটির গালে ও গলায় আঘাত করে। বর্তমানে মেয়েটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মেয়েটির পরিবারের লোকজন রংপুরে অবস্থান করছে। তাই এখনো কোনো মামলা হয়নি।’

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট

নীলফামারীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

শ্রমিক নেতাকে মারধর, রংপুর-নীলফামারী বাস চলাচল বন্ধ

লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস, ভাইভায় ধরা খেলেন দুই পরীক্ষার্থী

পলিনেট হাউসে কৃষিতে নতুন দিগন্ত, বছরে সোহেলের লাভ ১০ লাখ টাকা

রেলের জমি দখল করে ভবন, সাবেক কাউন্সিলর-প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বাবার বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল নারীর

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কেঁচো সার উৎপাদনে স্বাবলম্বী ডিমলার একাদশী

সৈয়দপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত